fbpx

মনে কষ্ট নিয়েই শুটিংয়ে জায়েদ খান!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ব্যস্ততা নিয়ে দীর্ঘদিন শুটিংয়ের বাইরে ছিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেই ব্যস্ততা কাটিয়ে অবশেষে সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি।

আজ (১৮ ডিসেম্বর) নিজ গ্রামের বাড়ি পিরোজপুরে ‘সোনার চর’ সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন জায়েদ।

এই সিনেমার মাধ্যমেই লম্বা বিরতি ভেঙে সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি।

পিরোজপুরে শুটিং প্রসঙ্গে জায়েদ খান বিবিএস বাংলাকে বলেন, ‘খুবই অন্যরকম লাগছে। এখানে রাস্তা-ঘাটের সঙ্গে বহু স্মৃতি জড়িত। পিরোজপুরে ছোট থেকে বেড়ে উঠা। যেকারণে পিরোজপুর আমার কাছে মায়ার শহর। এর আগে ‘অন্তর জালা’র পুরো শুটিং এখানে করেছি। এরই ধারাবাহিকতায় ‘সোনার চর’-এর শুটিং করছি। সেটা অবশ্যই গল্পের প্রয়োজনে। আমার জন্মস্থান পিরোজপুরে দ্বিতীয় কোনও চলচ্চিত্রের শুটিং। নিজের বাড়িতে থেকে কাজ করছি। এটাও অন্যরকম ভালোলাগা। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা ছিলেন। তাদের এবার শুটিংয়ে পায়নি। বাবা-মার স্মৃতি মনে পড়ছে। কষ্টও লাগছে তাদের কথা ভেবে। তারপর ভালোও লাগছে গ্রামের বহু মানুষ শুটিং দেখতে ভিড় করছে। সবমিলিয়ে কাজটাকে এনজয় করছি।’

মনে কষ্ট নিয়েই শুটিংয়ে জায়েদ খান!

সিনেমাটির গল্পের প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘৭৫-এ বঙ্গবন্ধুর হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফিরে আসার সময়কার গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও।মুক্তিযোদ্ধা চরিত্রে প্রথম অভিনয় করছি।’

জাহিদ হোসেন পরিচালিত ছবিটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা স্নিগ্ধা। এছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ,পাপিয়া মাহি প্রমুখ।

এর আগে ২৪ নভেম্বর রাজধানীর মিরপুরে শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন মৌ খান।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/1288184975304667

Advertisement
Share.

Leave A Reply