fbpx

মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন মুফতি ইব্রাহীম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুইদিনের রিমান্ডে রয়েছেন ইসলামী বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীম। সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

মুফতি কাজী ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদে কিছু উদ্ভট ও বিভ্রান্তির তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ। তিনি জানান, ‘কাজী ইব্রাহীম যা যা বলেছেন, সবই নাকি তিনি স্বপ্নে দেখেন। স্বপ্ন দেখেছেন, তিনি মন্ত্রী হবেন।’

হারুন-অর-রশীদ বলেন, ‘প্রতিদিনই কারা কি করছে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটের মাধ্যমে সবকিছুরই খেয়াল রাখা হচ্ছে। কাজী ইব্রাহিম প্রায়ই বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে যাচ্ছিলেন। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো বিষয়েই তার কোনো গভীরতা নেই।’ সঠিক কোনো জ্ঞান না থাকার কারণে তিনি যেখান থেকে যা পাচ্ছেন, সেটার ওপরই কথা বলছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘কাজী ইব্রাহীম বলেছেন, তিনি নাকি স্বপ্নে দেখেছেন তালেবানরা ক্ষমতায় আসবে। করোনা টিকা নিলে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ইদানিং বলেছেন, যারাই কোরআন হাদিসের আলোকে কথা না বলে তারাই হয়ে যাবে হিন্দুস্তানি দালাল, তারা হয়ে যাবে র-এর দালাল। বিভিন্ন উদ্ভট, বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে, মসজিদে, বিভিন্ন জায়গায় বলে মানুষকে বিভ্রান্ত করছেন।’

হারুন-অর-রশীদ আরও জানান, ‘ইব্রাহীম দাবি করেন, উনি যা বলেন সব কোরআন-হাদিসের আলোকে বলেন। উনি নাকি স্বপ্ন দেখেছেন উনি মন্ত্রী হবেন। উনি স্বপ্ন কীভাবে দেখেন? আসলে এইগুলো আমরা যাচাই-বাছাই করার জন্য উনাকে নিয়ে আসছিলাম। যখন আমরা কথা বললাম, উনি কোনো কথারই সন্তোষজনক জবাব দিতে পারেননি। উনার কথাগুলো এখনো এলোমেলো মনে হচ্ছে।’

এর আগে বুধবার ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত সোমবার রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

Advertisement
Share.

Leave A Reply