fbpx

মহাসড়কে বন্ধ হচ্ছে না মোটরসাইকেল, চলাচল নিয়ন্ত্রণে হচ্ছে নীতিমালা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহাসড়কে তিন চাকার যান নছিমন, করিমন, ইজিবাইক, ভটভটি ও মোটরসাইকেল পুরোপুরি বন্ধ না করে সেগুলো নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আপাতত পাঁচটি গুরুত্বপূর্ণ মহাসড়কে মোটরসাইকেল ও থ্রি-হুইলার চলাচল পর্যবেক্ষণ করা হবে, সেজন্য নীতিমালা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

গতকাল ১৫ নভেম্বর রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ বিষয়ে জানান সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী জানান, ‘মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং কীভাবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই জনবহুল দেশে এটি বহু বেকারের কর্মসংস্থান। আমরা নীতিমালা করার কথা অলরেডি বলেছি। নীতিমালা হচ্ছে।’

এটা মনিটরিং এর বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা অতটা ক্লোজলি পারব না। আমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে। আগেই বলে রেখেছি জনবল নেই। তারপর আমাদের মনিটরিং চলছে। এটা চলমান আছে।’

Advertisement
Share.

Leave A Reply