fbpx

মাউশির নতুন মহাপরিচালক হলেন অধ্যাপক নেহাল আহমেদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এটি একটি চলতি দায়িত্ব। এ চলতি দায়িত্বের কারণে তিনি পদোন্নতির দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত কর্মকর্তা নিয়োগ হলে চলতি দায়িত্বের আদেশটি বাতিল হবে।

গত ১১ জানুয়ারি মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক অবসরে যাওয়ায় এই পদটি শূন্য হয়।

অধ্যাপক নেহাল আহমেদ ইংরেজি সাহিত্যের শিক্ষক। ০১৯ সালের ৫ মে তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। তার আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement
Share.

Leave A Reply