fbpx

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় নিহতের সংখ্যা বেড়ে ৯২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আহত হয়েছেন আরও অনেকে।  ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে শুরুর দিকে হতাহতের খবর সঠিকভাবে পাওয়া যায়নি। এখন অনেক জন নিহত হওয়ার খবর আসছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে এই তথ্য দেয়া হয়েছে।

শনিবার, ভারত মহাসাগরের দ্বীপদেশ মাদাগাস্কারের দক্ষিণপূর্বাঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে ধসে পড়েছে শতশত ঘড়বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯১ হাজারেরও বেশি মানুষ। গাছ ও খুঁটি উপড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিপর্যয় কাটিয়ে উঠতে দেশটিকে সাহায্য পাঠিয়েছে ফ্রান্স ও জার্মানি।

গেল দুই সপ্তাহের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় বাতসিরাই। এর আগে, দ্বীপটির আরও উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় আনার আঘাতে নিহত হয়েছিল ৫৫ জন। ঘরহারা হয়েছিল ১ লাখ ৩০ হাজার মানুষ।

Advertisement
Share.

Leave A Reply