fbpx

মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপি মোমিনের মৃত্যুদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা লুণ্ঠনসহ যুদ্ধাপরাধের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য বগুড়ার আবদুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

২৪ নভেম্বর (বুধবার)  বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন।

এর আগে  ২০১৮ সালের মে মাসের ৩ তারিখে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে অবৈধভাবে আটকসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসের অভিযোগ রয়েছে আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে।

এর আগে, গত ২২ নভেম্বর বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

২০১১ সালে আদমদীঘির কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবিদ আলী ১৯৭১ সালে হত্যা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মোমিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করতে আদমদীঘি থানার ওসি নির্দেশ দেন। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।

Advertisement
Share.

Leave A Reply