fbpx

মালিবাগে যাত্রীবাহী বাসকে ট্রেনের ধাক্কা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর মালিবাগে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়েছে। বুধবার রাত ৯টা ১০ মিনিটে এ ঘটনা ঘটেছে।

রেলওয়ে থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর মোকলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) খায়রুল কবির বলেন, ‘রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস একটি বাসকে ধাক্কা দেয়।’

হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, বাসটি সোহাগ পরিবহনের ছিল। সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল জানান, ক্রসিংয়ের গেইট বন্ধ ছিল না। বাসটি প্রায় ক্রসিং পার হয়ে গিয়েছিল। তখন পেছন দিক থেকে ট্রেনটি এসে ধাক্কা দেয়। সে সময় বাসে কোনো যাত্রী ছিল না। আর ট্রেনের গতিও কম ছিল।

এদিকে এই ঘটনার কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ আছে।

Advertisement
Share.

Leave A Reply