fbpx

মাসখানেক পরই বিদ্যুৎ ঘাটতিসহ সব ঠিক হয়ে যাবে: পরিকল্পনামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন বর্তমানে বিদুৎ একটু কম পেলেও মাসখানেক পরই সব ঠিক হয়ে যাবে।

তিনি জানান, ‘অন্য রাস্ট্রের তৈরি সমস্যা আমাদের ওপর এসে পড়েছে। এই সমস্যা আমাদের তৈরি নয়, তবে অর্থের ঘাটতিতে পড়ায় এই সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। ধৈর্য্য ধারণ করতে হবে। সবকিছু ঠিক হয়ে যাবে।’

৯ আগস্ট (মঙ্গলবার) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে স্বেচ্ছাদীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় বন্যায় ক্ষতিগ্রস্থদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। জমি ভিটাহীন মানুষদের দুই শতক জায়গাসহ ঘর দেবার এমন উদ্যোগ আগে কোনো সরকার নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের মানুষ শান্তিতে থাকুক।

পরিকল্পনামন্ত্রী বলেন, যাদের কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে।  সরকার তাদের সহায়তা করছে, আরও করবে। সরকারকে একটু সময় দেওয়ার অনুরোধ করেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply