fbpx

মাস্ক ছাড়া বের হলেই করাতে হচ্ছে কোভিড পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গোপালগঞ্জে মাস্ক না পরে ঘর থেকে বের হলে করোনা পরীক্ষা করাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এজন্য ৩০০ টাকা করেও আদায় করা হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।

তিনি বলেন, মাস্ক ছাড়া বাইরে বের হলে করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা আদায় করা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় শহরজুড়ে মাস্ক পরার পরিমাণও বেড়ে গেছে বলে দাবি করেছেন তিনি।

আল মামুন বলেন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় মঙ্গলবার শহরের চৌরঙ্গীসহ বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই পথচারী ও দুই হোটেলকে ভ্রাম্যমাণ আদালত সাত হাজার ৪০০ টাকা জরিমানা করেছে বলে জানান গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Advertisement
Share.

Leave A Reply