fbpx

মাহফুজ-বুবলী, প্রশংসায় ভাসালেন একে অপরকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লম্বা বিরতি শেষে আবারও বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। অভিনয়ে ফিরেই জুটি বেঁধেছেন হালের আলোচিত অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে। চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবির নাম ‘প্রহেলিকা’।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে সিনেমাটির ‘মেঘের নৌকা’ গান মুক্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী মাহফুজ ও বুবলী।

ছবিটির কাহিনী প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রেম মানেই না পাওয়ার অনুভূতি। আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেম কাহিনীই হচ্ছে একটি প্রহেলিকা।’

ছবির কাজ প্রায় শেষ। আগামী ঈদে মুক্তির চিন্তাভাবনা থাকলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত করেননি বলে জানান এই নির্মাতা।

সংবাদ সম্মেলনে মাহফুজ আহমেদ বলেন, ‘আমরা যত সিনিয়রই হই, শুটিংয়ের আগেরদিন বার্ষিক পরীক্ষার আগের রাতের অনুভূতি ফিরে আসে। তবে প্রহেলিকায় খুব আনন্দ নিয়ে কাজ করেছি। গল্পটা চমৎকার। চয়নিকা চৌধুরীর নির্দেশনায় আগেও কাজ করেছি। বুবলীর সঙ্গে প্রথম। তারপরও একটুও সমস্যা হয়নি। ছবিটা দর্শক পছন্দ করবে বলেই আমার বিশ্বাস।’

সহশিল্পী বুবলির প্রশংসা করে মাহফুজ বলেন, ‘বুবলীকে খুবই পাংচুয়াল আর্টিস্ট হিসেবে পেয়েছি। তার ভেতরে কোনো জড়তা পাইনি।’

এ প্রসঙ্গে বুবলী বলেন,‘মাহফুজ ভাই আমার সহশিল্পী হবেন এটা শুনেই কাজটা করার জন্য রাজি হয়ে যাই। তবে একটু ভয়ও ছিল। তিনি খুবই যত্ন নিয়ে কাজ করেন। আমার কাজ পছন্দ হবে কি না এসব নিয়ে ভয় ভয় লাগছিল। তবে শুটিংয়ে গিয়ে দেখলাম ভাইয়া অনেক সহজ একজন মানুষ। খুব দ্রুতই সহশিল্পীর ভেতরকার জড়তা কাটিয়ে দিতে পারেন। আর চয়নিকা দিদির নির্দেশনায় আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। দর্শক হলে গিয়ে ছবিটা দেখলে আরও বেশি আনন্দ পাবেন। কারণ এতে দারুণ একটা গল্প আছে।’

অনুষ্ঠান শেষে ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে ইমরান ও কোনালের গাওয়া ‘মেঘের নৌকা’ শিরোনামের গানটি অন্তর্জালে অবমুক্ত করা হয়।

মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।

পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

Advertisement
Share.

Leave A Reply