fbpx

মা–বাবার কবরের পাশে মিতা হকের দাফন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রোববার জোহরের নামাজের পর রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকের দাফন সম্পন্ন হয়েছে। কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় জানাজা শেষে তাঁর মা–বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১টায় তাঁর মরদেহ নেওয়া হয় ছায়ানট ভবনে। সেখানে ফুল দিয়ে মিতা হককে শেষ শ্রদ্ধা জানান তাঁর সহকর্মী, স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহীরা।

১১ এপ্রিল রোববার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মিতা হক।

গত ৩১ মার্চ মিতা হক করোনা আক্রান্ত হন। এরপর তিনি নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে যান। তিনি কিডনি রোগে ভুগছিলেন তাই তার ডায়লাইসিস করতে হতো।

শনিবার ডায়লাইসিসের সময় তার প্রেসার ফল করে। এর পর বাসায় নেওয়ার পরও আবার তার প্রেসার কমে যায়। সে সময় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান, মিতা হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

এরপর রোববার ভোর সোয়া ৬টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement
Share.

Leave A Reply