fbpx

মিয়ানমার থেকে গুলি এসে ভাঙলো বাংলাদেশের অটোরিকশার গ্লাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুদিন গোলাগুলি বন্ধ থাকার পর আজ আবার মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে শুরু হয়েছে। এই গোলাগুলির সময়ে একটি গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে পড়েছে। তবে এতে শুধু সিএনজিচালিত একটি অটোরিকশার গ্লাস ভেঙে গেছে, কেউ হতাহত হয়নি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

অটোরিকশাচালক আবু তাহের বলেন, ‘তুমব্রু উত্তরপাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। এসময় হঠাৎ সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই অটোরিকশায় একটি গুলি এসে পড়ে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে অটোরিকশার সামনের বড় গ্লাসটি ভেঙে গেছে।’

এ বিষয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বিকেলে তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে। তবে অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না নিশ্চিত নই।

Advertisement
Share.

Leave A Reply