fbpx

মিরপুরের উইকেটের প্রশংসায় সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটারদের অসন্তুষ্টির গল্পটা পুরনো। তবে চলমান বিপিএল বদলে দিয়েছে প্রেক্ষাপট। প্রতি ম্যাচেই রান হচ্ছে; সচরাচর যেটা দেখা যায় না। একদিন আগেই হোম অব ক্রিকেটের উইকেটের প্রশংসা করেছেন মাশরাফী বিন মোর্ত্তুজা। চব্বিশ ঘন্টা না পেরুতেই মাশরাফীর সাথে সুর মেলালেন সাকিব আল হাসান।

“দেখুন এই বছর মিরপুরের উইকেটটা খুব ভালো। এতা খুবই আনএক্সপেক্টেড। আমরা কখনোই এত ভালো উইকেট পাই না। ভালো উইকেটের কারণেই মাঠের খেলাটা ভালো হচ্ছে। কিউরেটরদের ক্রেডিট দিতেই হয়” – বলেছেন সাকিব

শুধু উইকেট না, সাকিবকে মুগ্ধ করেছে শান্ত, হৃদয়, জাকিরদের পারফর্ম্যান্স। কাঠামোগত বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনা করলেও মাঠের বিপিএল নিয়ে বেশ সন্তুষ্ট ফরচুন বরিশালের অধিনায়ক।

“শান্ত, জাকির ও তৌহিদ হৃদয় ধারাবাহিক ভালো ব্যাট করছে। সবচাইতে ভালো দিক, লোকাল ব্যাটাররা রান পাচ্ছে।“

বিপিএলের প্রথম পর্ব শেষ। সেরা ৫ ব্যাটারের মধ্যে ৩ জনই বাংলাদেশি। ৪ ম্যাচে ১৬৬.৬৭ স্ট্রাইকরেট আর ৬৫ গড়ে ১৯৫ রান করে সেরাদের সেরা তৌহিদ হৃদয়। সমান ম্যাচে ১৬৭ রান নিয়ে দুই নম্বরে নাজমুল হোসেন শান্ত।

Advertisement
Share.

Leave A Reply