fbpx

মিয়ানমারে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে উদ্বেগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে চলমান সংকটের মধ্যেই দেশটিতে বৃহস্পতিবার সফরে যাচ্ছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। ১ ফেব্রুয়ারি, দেশটিতে সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মত কোনো দেশের কুটনৈতিক মিয়ানমার সফরে যাচ্ছেন।

বুধবার এই সফরকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের আশঙ্কা ইন্দোনেশিয়া মিয়ানমারের জান্তা সরকারের সাথে সমঝোতা করতে পারে।  মিয়ানমারের মানবাধিকার গোষ্ঠীগুলোর ধারণা, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর জান্তা সরকারকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপও হতে পারে।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার থেকে বুধবার বিভিন্ন স্থানে আরও বেশি মানুষের সমাবেশ হতে পারে। দেশটির বিভিন্ন নৃগোষ্ঠীর আজ ইয়াঙ্গুনের উত্তরের মায়ানগনে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

এর আগে, সোমবার জান্তা সরকারের হুঁশিয়ারির প্রতিবাদে দেশটিতে সাধারণ ধর্মঘট ডাকেন বিক্ষোভকারীরা। সেনা অভ্যুত্থানের প্রতিবাদ ও মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির মুক্তি দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে।

Advertisement
Share.

Leave A Reply