fbpx

মিয়ানমারে বিক্ষোভ দমনে মরিয়া পুলিশ, নিহত দুই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে রবিবার বিক্ষোভে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গত তিন সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে এ নিয়ে দ্বিতীয় দিনের মত প্রাণহানি ঘটলো। সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর নিশ্চিত করেছে।

শনিবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে বিক্ষোভে জড় হন হাজারো মানুষ। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে পুলিশ। গণমাধ্যমে এক প্রতক্ষদর্শী জানান, বিক্ষোভ দমনে পুলিশ এখানে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে নিহত হয়েছেন এক জন। আহত হয়েছেন বেশ কয়েক জন। সংবাদ সংস্থা রয়টার্সকে ইয়াঙ্গুনের এক চিকিৎসক এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, ইয়াঙ্গুনের রাস্তায় বেশ কয়েক জন আহত অবস্থায় পড়ে আছেন।

বিক্ষোভে হতাহতের ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলের দাউই শহরেও। এখানেও পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

তবে সামরিক সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

বিক্ষোভে দমন-নিপীড়নে খবর এসেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে থেকেও।

মিয়ানমারে গত ১ফেব্রুয়ারি, নির্বাচনের কারচুপির অভিযোগে ক্ষমতা দখলে নেয় সামরিক বাহিনী। সেই থেকেই টানা বিক্ষোভ করে আসছে দেশটির হাজারো মানুষ। এ পর্যন্ত বিক্ষোভ থেকে আটক করা হয়েছে প্র্রায় সাড়ে সাতশ আন্দোলনকারীকে।

Advertisement
Share.

Leave A Reply