fbpx

মুক্তিপণ নিয়ে ফেরার পথে আটক ৮ সোমালিয়ান জলদস্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিককে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়ে ফেরার পথে পান্টল্যান্ড পুলিশের হাতে আটক হয়েছে আট সোমালিয়ান জলদস্যু।

সোমালিয়ার সময় শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জাহাজটি ছেড়ে তীরে পৌঁছানোর পর তাদেরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সোমালিয়ার স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘গারোই’।

সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে রাখা আট দস্যুকে গ্রেপ্তার করেছে পান্টল্যান্ড পুলিশ। তবে জলদস্যুদের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পান্টল্যান্ড পুলিশে।

এর আগে গত শনিবার ৩১ দিন পর সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পান বাংলাদেশি ২৩ নাবিক। সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ও। শনিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তিপণের ডলার ভর্তি তিনটি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় তারা।

Advertisement
Share.

Leave A Reply