fbpx

মুন্সিগঞ্জে ৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারের ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার নিজস্ব কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত অবৈধ কারেন্ট জালের বাজারমূল্য ৪ কোটি টাকা বলেও জানায় তারা।

২২ ফেব্রুয়ারি মধ্যরাতে এ অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা ।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পঞ্চসারের গোসাইবাগ এলাকার তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রি, সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি কারখানায় অভিযান চালায় তারা । এ সময় ওই কারখানা থেকে প্রায় ২ কোটি মিটার কারেন্ট জালসহ জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তিনি জানায়, ওই কারখানার মালিক পঞ্চসারের ইউপি চেয়ারম্যান । এছাড়া অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে কারখানার কর্মচারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করেন। উদ্ধারকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply