fbpx

মুরাদ নূরের সুরে গাইলেন এস ডি রুবেল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুরাদ নূরের সুরে ‌’তোরে লাইয়া যাইমু ঢাকা’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিলেন নন্দিত কণ্ঠশিল্পী এস ডি রুবেল। সম্প্রতি রাজধানীর ‘স্টুডিও শৈল্পিক’-এ কণ্ঠ ধারণ শেষে শিল্পীর নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এমনটাই জানান।

কামরুল নান্নুর কথায়, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে গানটিতে ঢাকার শহরের ঐতিহ্যবাহী, দর্শনীয় স্থানগুলোর কথা উঠে এসেছে।

নতুন গান প্রসঙ্গে এস ডি রুবেল বলেন, গতানুগতিক এর বাইরে একটি হিপহপ গান করলাম। গানটিতে টিনএজ একটা ফিল আছে। নূর আলম ( মুরাদ নূর) এলাকার ছোট ভাই বলেই বলছি না, সে এ-সময় প্রশংসনীয় সৃষ্টি করছে। নূরের জন্য দোয়া। সুন্দর, সমসাময়িক কথার ‌’তোরে লইয়া যাইমু ঢাকা’ দর্শকশ্রোতাদের বেশ ভালো লাগবে। নতুন এস ডি রুবেলকে খুঁজে পাবে। আগামী ঈদুল আজহা’য় এস ডি রুবেল ফাউন্ডেশনে গানচিত্রটি প্রকাশিত হবে। জুলাই এর প্রথম মাঝামাঝি আমার পরিচালিত প্রথম সিনেমা ‌’বৃদ্ধাশ্রম’ মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইলো। জয় হোক বাংলা সংস্কৃতির।’

সুরকার মুরাদ নূর বলেন, এস ডি রুবেল গাইলেন মুরাদ নূরের সুরে! এটা আমার সঙ্গীত জীবনের বিশাল প্রাপ্তি। এই নামের সাথে আমার অনেক স্মৃতি! চাঁদপুরের দুই চাঁদ তোরে লইয়া ঢাকা ঘুরতে চায়। এটাই হোক সময়ের ডাক। দর্শকরা পাক চূড়ান্ত আনন্দ। কবি কামরুল নান্নুর কয়েকটি গান করছি, তারমধ্যে একটি শুরু করলেন আমার অবিভাবক কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক এস ডি রুবেল। দর্শকের আনন্দ দিতে পারলেই এই উচ্ছাসের সফলতা।’

আগামী ঈদুল আজহা’য় ‌’তোরে লইয়া যাইমু ঢাকা’ গানচিত্রটি এস ডি রুবেল ফাউন্ডেশন, নূর ক্রিয়েশনস এর ইউটিউব, ফেসবুক চ্যানেল সহ সকল ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।

Advertisement
Share.

Leave A Reply