fbpx

মেট্রোরেলে ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছালেন প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগারগাঁও থেকে মতিঝিলে মেট্রেরেলে করে মাত্র ২৫ মিনিটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় মেট্রোরেল উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মেট্রোরেলে ওঠেন শেখ হাসিনা।

 

 

দুপুর ২টা ৪১ মিনিটের দিকে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ যানে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান।২টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেল আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়েন তিনি। এ সময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

 

 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পথ হারায়নি। যেটা আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের সাধারণ মানুষ সবাই যাতে মেট্রোরেলে যাতায়াত করতে পারে, জ্যাম থেকে যেন মুক্তি পায়, কর্মঘণ্টা বাঁচে ও সাধারণ মানুষের যেন আর্থিকভাবে ক্ষতি না হয় এবং সময়ের সাথে যেন চলতে পারে; সে উদ্দেশ্য নিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি। আমি খুবি আনন্দিত, আজকে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালু করতে পারছি এবং আমরা সামনে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এটা বর্ধিত করবো।

 

 

তিনি আরও বলেন, ‘যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। দেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই।’

 

 

জানা যায়, রোববার (৫ নভেম্বর) থেকে পুরো মেট্রোরেল সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এই অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট।আজও মেট্রোরেলের চালক ছিলেন মরিয়ম আফিজা।

Advertisement
Share.

Leave A Reply