fbpx

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ,পাশের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১-২২ শিক্ষাবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার (এমবিবিএস) ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুর ১টার দিকে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী, পাশ করেছেন ৭৯  হাজার ৩৩৭ জন। আর পাশের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর নিয়ে প্রথম হয়েছেন সুমাইয়া মুসলিম মীম। পরীক্ষার ফল এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১ এপ্রিল) দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি কেন্দ্রে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের  মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী।

Advertisement
Share.

Leave A Reply