fbpx

মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত তিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহাসড়কে দুর্ঘটনা যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় অসংখ্য মানুষ। টেলিভিশন,পত্রিকাতে চোখ বুলালেই এমন অনেক খবর দেখা যায়। বর্তমান সময়ে বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনার প্রবণতা অত্যাধিক হারে বেড়েছে।

রিপোর্ট বলছে, গত এক মাসে সড়ক দুর্ঘটনায় যে প্রাণহানি হয়েছে তার শতকরা ৫৫ ভাগই হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

যশোরের কেশবপুুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাবা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার রাতে বুজতলা ফায়ার সার্ভিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে যশোর চুকনগর সড়কের বুজতলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই দুইজন নিহত হয়। কেশবপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক অপর একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেদগ্রামের জাহাঙ্গীর জোয়ার্দার (৪০) ও তার ছেলে মোস্তাইন (১৭) এবং একই উপজেলার মলঙ্গী এলাকার আব্দুস সত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

Advertisement
Share.

Leave A Reply