fbpx

যুক্তরাষ্ট্রও ভুল করেছে: বাইডেনের সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠকের বিষয়ে এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে যুবরাজ সালমান প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, সৌদি আরব সাংবাদিক জামাল খাসোগির হত্যার মতো ভুল ঠেকাতে কাজ করেছে। দায়ী ব্যক্তিদের শাস্তি দিয়েছে। তিনি বলেন, ইরাক যুদ্ধের মতো কিছু ভুল যুক্তরাষ্ট্রও করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দুই নেতার বৈঠকে খাসোগি হত্যার জন্য যুবরাজকে অভিযুক্ত করার জবাবে এসব কথা বলেন মোহাম্মদ বিন সালমান। শুক্রবার (১৫ জুলাই) সৌদি আরবের জেদ্দায় যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এ সময় আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যা এবং ইরাকের আবু ঘারিব কারাগারে বন্দী নির্যাতনের ইস্যুও তোলেন সৌদি যুবরাজ।

বৈঠকে ওয়াশিংটন পোস্ট-এর সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার জন্য মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেন জো বাইডেন। বাইডেন বলেন, ‘খাসোগির প্রতি শ্রদ্ধা রেখে, আলোচনার শুরুতেই আমি এই ইস্যু উত্থাপন করেছি। আমি স্পষ্ট করেছি, হত্যাকাণ্ডের সময় আমার ভাবনা কী ছিল আর এখন কী ভাবছি।’

বাইডেন আরো বলেন, ‘যুবরাজ দাবি করেছেন, খাসোগি হত্যাকাণ্ডের জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী নন। তবে আমি ইঙ্গিত করেছিলাম, তিনি (যুবরাজ) এ জন্য দায়ী।’

মানবাধিকার পরিস্থিতির জন্য সৌদি আরবকে নিকট অতীতে আন্তর্জাতিক পর্যায়ে ‘একঘরে’ করার ঘোষণা দিয়েছিলেন বাইডেন।

Advertisement
Share.

Leave A Reply