fbpx

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুক হামলা, নিহত ৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় নিহত হয়েছে অন্তত চার জন। আহত হয়েছে আরও তিন জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার, টিমবারভিউ হাই স্কুলে এই হামলা হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস এই খবর নিশ্চিত করেছে।

এই ঘটনায় ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী শিক্ষার্থীর নাম টিমোথি জর্জ সম্পকিনসেক। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও পরে আত্মসমর্পণ করেন। তার কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, এটি কোনো সংহিস হামলা নয়। নিজেদের মধ্যে মারামারির সময় ওই শিক্ষার্থী বন্দুক বের করে গুলি চালায়।

স্কুলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে এর চার পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্কুলে প্রায়ই এমন বন্দুক হামলা হয়। ২০১৮ সালে ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি হাইস্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত হয়েছিল ১৭ জন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের অন্তত ২৯ টি স্কুলে বন্দুক হামলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply