fbpx

যুক্তরাষ্ট্রে তৃতীয় সপ্তাহে ২০ থিয়েটারে গলুই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় গলুই সিনেমা প্রদর্শিত হচ্ছে। গত ১৫ জুলাই নিউ ইয়র্কের সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিব খানের সিনেমা ‘গলুই’।

সিনেমায় তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী। যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তির তৃতীয় সপ্তাহে ২৯ জুলাই থেকে ২০টি থিয়েটারে প্রদর্শিত হতে যাচ্ছে। টেক্সাস, ফ্লোরিডা, ম্যাসাচুসেট্‌স, নিউ জার্সি, নর্থ ক্যালফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেমাহলগুলোতে ৮৬টি শো প্রদর্শিত হবে।

বায়োস্কোপ ফিল্মসের সি ই ও ড. রাজ হামিদ বলেন,‘ গলুই সিনেমাটি নিউ ইয়র্কে প্রিমিয়ারের পর থেকে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি পুরো আগস্ট মাস জুড়ে যুক্তরাষ্ট্রের অনেক শহরে গলুই প্রদর্শন করতে পারবো।’

এদিকে সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউইয়র্কে গেছেন সিনেমাটির পরিচালক এসএ হক অলিক। গত ঈদুল ফিতরে বাংলাদেশে গলুই সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

Advertisement
Share.

Leave A Reply