fbpx

যে শহর কুয়াশার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এ শহর নাগরিক দূর্ভোগের। পথে নামলেই ভোগান্তিতে নাভিশ্বাস ওঠে ঢাকাবাসীর। তবু হিমের ভোরে বদলায় এ শহর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার ২৯ জানুয়ারি ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বাংলা পঞ্জিকামাফিক মধ্য মাঘ চলছে এখন। কুয়াশা তাই অনিবার্য। মাঘের শহরের ভোরের কিছু দৃশ্য ধারণ করেছেন বিবিএস বাংলা’র কর্মী হাসান শাওন।

যে শহর কুয়াশার

ছুটির দিনের ভোরে কর্মজীবী শিশুদের  ক্রিকেট খেলার দৃশ্য। স্ট্যাম্প রিকশার সিট। ঢাকার মিরপুর ২ নং সেকশনের দৃশ্য। ছবি : বিবিএস বাংলা

যে শহর কুয়াশার

একটু স্নিগ্ধতা আনে যেন এই কুয়াশামাখা ভোর। মিরপুর ১৪ নং সেকশন। ছবি : বিবিএস বাংলা

যে শহর কুয়াশার

শুনশান গুলশান অ্যাভিনিউ। ছবি : বিবিএস বাংলা

 

 

Advertisement
Share.

Leave A Reply