fbpx

রক্ত উৎসর্গে পাওয়া ভাষার মাস শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ ১ ফেব্রুয়ারি। ৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের স্মৃতিমাখা এ মাস। এ সময় মনে ভিড় জমায় শহীদদের নাম। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর যারা নক্ষত্র হয়ে আছেন বাঙালির হৃদয় আকাশে। নিপীড়িত বাঙালির নিজের রাষ্ট্র পাওয়ার পথ সুগম করে যে আন্দোলনের শহীদরা।

৬২ সালের ছাত্র আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জেগে উঠবার সবকালে যে লড়াই প্রেরণাদায়ী। প্রজন্ম থেকে প্রজন্মে ভাষা আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। ভাষা আন্দোলন তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীক। ২১ ফেব্রুয়ারির প্রভাতফেরি বাঙালির সংস্কতির অংশ হয়েছে তাই। একইভাবে একুশের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে বইমেলা। যা মহামারিকালে অনুষ্ঠিত হবে ১৮ মার্চ থেকে।

রক্ত উৎসর্গে পাওয়া ভাষার মাস শুরু

২১ ফেব্রুয়ারির প্রভাতফেরি বাঙালির সংস্কতির অংশ হয়েছে তাই। ছবি : সংগৃহীত

নতুন শতাব্দিতে নতুন আঙ্গিকে এখন বিবেচনার বিষয় ভাষা আন্দোলন। বিশ্ব আঙিনায় বাংলা ভাষা কতটা মর্যাদা পেল এ প্রশ্ন অসঙ্গত নয়। একই সঙ্গে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীয় ভাষা সংরক্ষণে রাষ্ট্র কেমন উদ্যোগ নিয়েছে এটিও দেখতে হবে। ইন্টারনেট দুনিয়ায় বাংলা ভাষার কদর কতটা বেড়েছে এটিও ভাবার বিষয়। সব মিলিয়ে নতুন শতকে নতুন দশকে বাংলা ভাষা অনেক নতুন নিরীক্ষার মধ্যে দাঁড়িয়ে। শুধু শহীদ স্মরণই এখনের কর্তব্য নয়। রক্তে পাওয়া ভাষার প্রতি দায়বদ্ধতা সম্মুখীন অনেক প্রশ্নের।

Advertisement
Share.

Leave A Reply