fbpx

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনও সংকট হবে না: কৃষিমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘রোজার মাসের জন্য সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনও সংকট হবে না।’

শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রমজানে পণ্যমূল্য বাড়ানো অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আর কোনোদিন নির্বাচন হবে না। বিএনপির মনের আশা কোনোদিন পূরণ হবে না। আমাদের সরকারের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই। বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই। তাদের দ্বারা আর উন্নয়ন সম্ভব নয়।

‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা আবার পাঁয়তারা করছে। তাদের মনের আশা কোনোদিন পূরণ হবে না। এ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের কোনও বিকল্প নেই।’

Advertisement
Share.

Leave A Reply