fbpx

রাজধানীতে আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস তাদের এক বিজ্ঞপ্তিতে জানায়, পূর্ব নাখালপাড়ার সম্পূর্ণ অংশ, নাখালপাড়া রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও তার সংলগ্ন এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ আজ বন্ধ থাকবে। এসব এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ থাকবে না।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মঙ্গলবার তিতাস জানায়, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্প’–এর দ্বিতীয় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে।

Advertisement
Share.

Leave A Reply