fbpx

রাজধানীতে ঢুকছে না কোন গণপরিবহন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
ঢাকাসহ জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সকাল থেকেই ঢাকার আশপাশের সাত জেলায় চলছে লকডাউন। অবরুদ্ধ করে দেওয়া হয়েছে ঢাকা। ঢুকতে দেওয়া হচ্ছে না কোনও ধরনের গণপরিবহন।
২২ জুন মঙ্গলবার সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে রাস্তায় আটকে আছে অন্য জেলা থেকে আসা শত শত গাড়ি, তৈরি হয়েছে যানজট।
গাবতলী ব্রিজের আগে থেকেই গণপরিবহনগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। তবে জরুরি সার্ভিসের আওতায় যেসব পরিবহন রয়েছে সেগুলোকে চলাফেরা করার সুযোগ দেওয়া হচ্ছে।
গতকাল ২১ জুন করোনা সংক্রমণ ঠেকাতে সাত জেলা লকডাউন (ব্লকড) থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম।
লকডাউন দেওয়া সাত জেলা হলো, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।
২২ জুন মঙ্গলবার সকাল থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এসব জেলায় মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব সিদ্ধান্ত জানানোর পর রেলপথ বিভাগ থেকে জানানো হয়েছে, ট্রেন এসব জেলার উপর দিয়ে চললেও থামবে না।
এদিকে, বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিও দূরপাল্লার সব বাস, লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।
Advertisement
Share.

Leave A Reply