fbpx

রামেকের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে তিন জন করোনা আক্রান্ত হয়ে এবং সাত জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।  হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য দিয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ছিলেন। রাজশাহীর যে পাঁচজন মারা গেছেন, তাদের মধ্যে তিন জন করোনা আক্রান্ত ও দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আর চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জনের করোনা উপসর্গ ছিল। মৃতদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মৃত ১০ জনের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৪৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।এছাড়া রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭১ জন ও উপসর্গ নিয়ে ১৯৪ জন ভর্তি রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৬৫ জন, যা আগের চেয়ে ১৬ জন বেশি।’

Advertisement
Share.

Leave A Reply