fbpx

রামেকের করোনা ইউনিটে ২৬ দিনে ২৯১ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জন মারা গেছেন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় মারা যাওয়া এ ১৭ জনের মধ্যে নয়জন রাজশাহীর। বাকিদের চারজন চাঁপাইনবাগঞ্জের, দুইজন নাটোরের ও দুইজন নওগাঁর। যাদের আটজনের করোনাভাইরাস পজেটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, ‘এ নিয়ে জুন মাসের ২৬ দিনে রামেকের করোনা ইউনিটে ২৯১ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ১৩৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১০১ জন।’

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে রাজশাহীর ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জের আট, নাটোরের ছয়, নওগাঁর তিন ও পাবনার চারজন। আর সুস্থ হয়ে ৩৪ জন বাসায় ফিরেছেন বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

Advertisement
Share.

Leave A Reply