fbpx

রামেকে এক দিনে করোনায় মৃত্যু আরো ১২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনেও এই হাসপাতালের করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার (১৫ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, মৃত ১২ জন ব‍্যক্তির মধ্যে করোনা পজিটিভ ছিলেন আট জন। আর বাকি তিন জনের করোনা উপসর্গ নিয়ে এবং একজনের পোস্ট-কোভিড জটিলতায় মৃত্যু হয়। এ হাসপাতালে গত একদিনে করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর রয়েছেন তিনজন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের একজন ও নওগাঁর রয়েছেন একজন।

রামেকের পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা ইউনিটে ৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই ইউনিটে এখন মোট ভর্তি রয়েছেন ৩২৫ জন রোগী।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে ৭১ জনকে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের এ হার ৩৯ দশমিক ২৩ শতাংশ। গত একদিনে মৃত ১২ জনকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে এ মাসের প্রথম ১৫ দিনে মোট মৃত্যুর সংখ্যা ১৪৮। যার মধ্যে ৮৮ জনই মারা গেছেন কোভিড শনাক্ত হওয়ার পর।

Advertisement
Share.

Leave A Reply