fbpx

রাশিয়া লজ্জিত নয়: সের্গেই ল্যাভরভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় চার মাস। এই সময়ের মধ্যে রুশ বাহিনীর হাতে ইউক্রেনের হাজার হাজার বাসিন্দা নিহত হয়েছে। ধ্বংসস্তুপে পরিনত হয়েছে অনেক শহর। ঘর ছেড়েছে লাখো মানুষ।

এ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, রাশিয়া এর জন্য একটুও লজ্জিত নয়।

ল্যাভরভের দাবি, ‘রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায়নি।‘

তিনি বলেন, ‘ আমরা বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়েছিলাম। কারণ সত্যি আমাদের অন্য কোনো পথ ছিল না। ইউক্রেনকে ন্যাটোতে টেনে নেয়া একটি অপরাধমূলক কাজ। পশ্চিমাদের এটা বোঝানোর কোনো উপায় ছিল না।‘

গেল ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ দাবি করে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

Advertisement
Share.

Leave A Reply