fbpx

রাসায়নিক দাহ্য পর্দাথ থাকায় আগুন নিয়ন্ত্রণে আসছে না: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড নামে দাহ্য রাসায়নিক পর্দাথ থাকায় আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

রবিবার (৫ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে আগুন নেভাতে ২৫টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মীর মৃত্যু হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে একটি সেনাবাহিনীর দল যাচ্ছে বলেও জানা গেছে।

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের ৫ সদস্য রয়েছেন। আর দুই শতাধিকের বেশি আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply