fbpx

রিকশা উল্টে ইডেন ছাত্রীর মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর চকবাজারের ইসলামবাগে রিকশা থেকে উল্টে পড়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী উম্মে সালমা (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি ওই কলেজের বাংলা সাহিত্যে স্নাতকোত্তর পড়তেন।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে সালমা যে রিকশায় ছিলেন, সেটির সঙ্গে আরেকটি রিকশার সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

সালমার ছোট ভাই নাঈম ইসলাম ও চাচাতো ভাই মো. হাসান বলেন, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি ভোলা থেকে লঞ্চযোগে সবাই একসঙ্গে সদরঘাটে আসেন। সেখান থেকে রিকশায় চাচাতো ভাই হাসানের সঙ্গে সালমা আজিমপুরে ছাত্রীনিবাসে যাচ্ছিলেন। ইসলামবাগ এলাকায় তাদের রিকশার চাকা গর্তে পড়ে যায়। এ সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি রিকশার সঙ্গে তাদের রিকশার সংঘর্ষ হয়। এতে রিকশা উল্টে পড়ে গুরুতর আহত হন উম্মে সালমা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক ভোর পাঁচটায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাসান সামান্য আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সালমার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

উম্মে সালমার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply