fbpx

রূপান্তরিত নারীকে যৌন নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে তিনজন আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার সাদ বিন রাবী ওরফে সাদ মুআকে আটকে রেখে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সাদ অভিযোগ করেন, ট্রান্সজেন্ডার হওয়ার কারণেই তিনি এই হামলার স্বীকার হন।

র‍্যাব জানিয়েছে, আটককৃতরা একটি চক্র হিসেবে বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে ছিনতাই করে থাকে।

এই ঘটনায় গেল শুক্রবার ঢাকার ভাটারা থানায় যৌন নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বিবিসি বাংলাকে সাদ জানান, ১০ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকায় তাকে নির্যাতন করে একটি দল।

সাদ জানান, এক ব্যক্তি তাকে ফোন করে দেখা করতে চান। সাদ তার সাথে দেখা করলে ওই ব্যক্তি জানান তার বাসা কাছেই। এবং সাদ সেলিব্রেটি হওয়ায় তাকে বাসায় নিয়ে স্ত্রীকে চমকে দিতে চান। তার কথা বিশ্বাস করেই সাদ সেই বাসায় যান। এবং সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়।

তিনি বলেন,’ আমাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে। কাপড় খুলে ভিডিও বানায়। মারধর করে। জীবন বাঁচাতে তারা যা বলে তাই করতে বাধ্য হই।‘

সাদ বলেন, চক্রটি তার কাছ থেকে এক লাখ টাকা দাবি করে। এবং তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে দাবি করে।

এর আগে সাদ নিজেকে রুপান্তরীত নারী হিসেবে পরিচয় দিতেন। তবে গেল নভেম্বরে বিবিসি বাংলার এক প্রতিবেদনে নিজেকে নন-বাইনারি অর্থাৎ ‘কখনও পুরুষ ও কখনও নারী’ বলে পরিচয় দেন।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/422681692978949

Advertisement
Share.

Leave A Reply