fbpx

রোগী বাড়তে থাকলে হিমশিম খেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের করোনা হাসপাতালগুলোতে সাত হাজার রোগীর চিকিৎসা দেওয়ার ক্ষমতা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরপর যদি রোগী বেড়ে ২১ হাজারে পৌঁছায় তাহলে চিকিৎসা কার্যক্রম চালাতে হিমশিম খেতে হবে।

এ সময় ভারতের করোনা টিকা না পাওয়ার কারণে বর্তমানে টিকা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘ভারতের টিকার উপর আমরা  নির্ভর  করে নেই । ইতোমধ্যে রাশিয়া-চীনের সাথে টিকার জন্য যোগাযোগ করা হচ্ছে এছাড়া চীন পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেবে।’

২৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, এখন প্রতিদিন গড়ে ১০০ জন করে মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তের হারও গতবছরের তুলনায় বেড়েছে। তাই সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, ভারতের কাছ থেকে তিন কোটি টিকা চাওয়া হয়েছিল। তাদের চাহিদা অনুযায়ী টাকাও দেয়া হয়েছে, কিন্তু এখন ভারত টিকা দিতে পারছেনা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। তবে ভারতের টিকা কবে আসবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নয়।

Advertisement
Share.

Leave A Reply