fbpx

রোদ ও ইন্টারোগেশন শেষে আসে মুক্তির দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিবু কুমার শীল। একাধারে তিনি কবি, আঁকিয়ে, গীতিকার, গবেষক ও কণ্ঠশিল্পী। যুক্ত আছেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল মেঘদলে। জন্ম পুরনো শহরে। এখনও বাস সেখানেই। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তার তিনটি বই প্রকাশ করেছে আগামী প্রকাশনী। এর মধ্যে আছে কীর্তিমানদের সাথে আলাপচারিতাভিত্তিক ‘কথা যত’। অপরটি কবিতার বই ‘প্রকৃত ঘুমের দুপুর ও চে’। আখতারুজ্জামান ইলিয়াস বিষয়ক প্রামাণ্যগ্রন্থ ‘উত্তর খোঁয়ারি’ তার সর্বশেষ প্রকাশিত সৃষ্টি। বিবিএস বাংলা’র পাঠকদের জন্য শিবু কুমার শীল লিখেছেন তার কবিতা ‘রোদ ও ইন্টারোগেশন শেষে আসে মুক্তির দিন’।

এমন অসংখ্য ফুলের গাছ
চেনা মেট্রোপথ আর বেগানা
বাতাসে চুল, কাপড় উড়ছে।
মুখের মুখোশ খুলে পড়ছে।
আমার মন বলছে
একটা ছোট্ট ডিঙি নিয়ে
নরম কাদার পাড় পেরিয়ে
তোমার কাছে যাই।
ছায়াময় একটা দিন এলিয়ে পড়েছে ঘাটে।
আর আমি তোমার জুঁইগন্ধা বসনে
নাক ডুবিয়ে আছি,
এই বুঝি মরে যাবো বলে।

Advertisement
Share.

Leave A Reply