fbpx

‘রোববার থেকে টিসিবির কার্ডে ৫ কেজি করে চাল পাবে এক কোটি পরিবার’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে অন্যান্য পন্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে পাঁচ কেজি চাল দেয়া হবে। রোববার (১৬ জুলাই) থেকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন আব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এ চাল বিতরন শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (১৫ জুলাই) দুপুরে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলনে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি এবং ৩০ টাকায় ওএমএসের চাল দিয়ে সাধারণ মানুষের পাশে আছে সরকার। শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারীদের উন্নয়নে তিনি যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। নারীদের তিনি মর্যাদার আসনে বসিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, নৌকার সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়নের কথা ভুলে গেলে চলবে না। আগামী নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করতে হবে।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. পারভিন আক্তার।

Advertisement
Share.

Leave A Reply