fbpx

রোহিঙ্গা সংকট: আন্তর্জাতিক সন্ত্রাসীদের অনুপ্রবেশের শঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানী উচ্চ বিদ্যালয়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক জঙ্গি আস্তানার সন্ধান সেটিরই ইঙ্গিত বহন করে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার টাকা ভাগাভাগির জন্যই রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। পাহাড়ে আশ্রয় নেওয়া ৫২ জঙ্গির সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূলোৎপাটন করা যায়নি। যেকোন মূল্যে তাদের নির্মূল করা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply