fbpx

অপহরণের অভিযোগে র‍্যাবের চার সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চার র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোাপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

শুক্রবার বিকেলে অভিযুক্ত চারজনকে র‍্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানায় হাতিরঝিল থানা পুলিশ।
ডিএমপি কমিশনার জানান, ‘এই অপহরণ চক্রে মোট ছয়জন ছিল। চারজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করার পর তাদের র‌্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে।‘

র‌্যাব কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘বাহিনী কোনো ব্যক্তির অপরাধের দায় নেয় না। অভিযুক্ত চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না। এই পর্যন্ত র‌্যাবে যতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে।‘

গ্রেপ্তার হওয়া র‍্যাবের চার সদস্যের পরিচয় জানাতে রাজি হননি কমান্ডার মঈন।

Advertisement
Share.

Leave A Reply