fbpx

লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করেই নৌপথে যাত্রী পারাপার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে ঢাকার আশপাশের সাত জেলায় চলছে লকডাউন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকায় ঢুকছে অনেকেই। এছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে হরমামেসাই পার হচ্ছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া বন্ধ থাকবে সব ধরনের পরিবহন।

২৫ জুন শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাট দিয়ে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও পণ্যবোঝাই ট্রাক ছাড়া অন্য কোনো গাড়ি পারাপার হওয়ার কোনো উপায় নাই তবে মাঝে মধ্যে কিছু যাত্রী ফেরিতে করে নৌ-পথ পার হচ্ছে।

আর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবোঝাই ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পারাপারের জন্য ১০টি ফেরি আছে বলেও জানান তিনি। তবে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন, মানছে না কেউ কোন নিষেধাজ্ঞা। জানতে চাইলে যাত্রী বা পথচারীরা বলছে কাজ আছে তাই বের হয়েছি।

Advertisement
Share.

Leave A Reply