fbpx

লকডাউনে বন্ধ থাকছে না শুটিং

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ থেকে সারা দেশে লকডাউন। এমন পরিস্থিতিতে ১২ ঘণ্টা শুটিং বন্ধ না করে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছোট পর্দার সংগঠনগুলো।

কিন্ত সময়টা বদলে গেছে। আগে শুটিংয়ের সময় ছিল সকাল ১০টা থেকে রাত ১০টা। আর এখন হয়েছে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা।

তবে শুটিং করাকে অনুপ্রাণিত করছে না সংগঠনগুলো। বলা হয়েছে, একান্ত প্রয়োজনে কেউ চাইলে আজ থেকে সকাল ৬টায় শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুটিং করতে পারেন। এ সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে ছোট পর্দার চারটি সংগঠনের বেঁধে দেওয়া কঠোর নীতিমালা অবশ্যই মানতে হবে। করোনা পরিস্থিতির যদি কোনো উন্নতি না হয়, তাহলে  শিগগিরই আসতে পারে শুটিং বন্ধের ঘোষণা।

গতবার লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ হয়েছিল। সেটা এবার সরাসরি ‘বন্ধ’ বলতে পারছে না ছোট পর্দার সংগঠনগুলো।

Advertisement
Share.

Leave A Reply