fbpx

লকডাউনে ব্যাংকে লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। যেখানে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে শাস্তির বিধান করা হয়েছে।

কঠোর এই লকডাউনে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে। তবে পোশাক কারখানা খোলা থাকবে বলে জানানো হয়েছে।

নতুন এ নির্দেশনায় ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেখানে সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে। বুধবার (৩০ জুন) মন্ত্রিসভার সিদ্ধান্তের পর কেন্দ্রীয় ব্যাংক এ প্রজ্ঞাপন জারি করে।

যেখানে বলা হয়েছে, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। আগামীকাল ব্যাংক হলিডে। এদিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। আর শুক্র, শনি ও রবিবার এই তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। সোমবার থেকে নতুন এই নিয়মে  চলবে ব্যাংক লেনদেন।

Advertisement
Share.

Leave A Reply