fbpx

লকডাউন বাড়লো ৩০মে পর্যন্ত, চলবে দূরপাল্লার বাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আবারও আগামীকাল ২৪ মে থেকে ৩০মে মধ্যরাত পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

আজ রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এবার লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে দূরপাল্লার বাস। অর্থেক যাত্রী নিয়ে চলতে পারবে সব ধরনের গণপরিবহন। এমনকি, হোটেল-রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে অবশ্য পালনীয় ১৩টি নির্দেশনা দিয়ে প্রথমে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। পরবর্তীতে করোনা পরিস্থিতির অবনতি হলে চার দফায় এই লকডাউন পর্যায়ক্রমে বাড়ানো হয়। যার মেয়াদ শেষ হবে আজ রবিবার মধ্যরাতে।

Advertisement
Share.

Leave A Reply