fbpx

‘লঞ্চে ধূমপান বন্ধে সতর্কীকরণ পদক্ষেপ নেয়া হবে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লঞ্চে ধূমপান না করতে সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

১৫ জানুয়ারি (শনিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে নীতি-নির্ধারকদের কাছে প্রত্যাশা শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ কথা জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উন্নত দেশগুলোতে মানুষ বিধি-নিষেধ সহজেই মেনে চলে। আর আমাদের দেশে যে কোন আইন মানাতে কঠিন হয়ে পড়ে।

প্রতিমন্ত্রী বলেন, ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মত মৌলিক সমস্যাগুলো আজ আমরা সমাধানের দ্বারপ্রান্তে। এসব সমস্যা ওভারকাম করেছি, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। এখন খাদ্যের অভাব নেই, মঙ্গা নেই।’

বাংলাদেশ এখন যে কোন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। সে ক্ষমতা বাংলাদেশের আছে। আগে এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য বিদেশীদের কাছে ধর্ণা দিতে হতো, অর্থমন্ত্রীরা বিদেশি সাহায্যের জন্য বছরের বেশির ভাগ সময় দেশের বাইরে থাকতেন; এখন সে অবস্থা নেই বলেও জানান তিনি।

এসময় দেশেরে সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগে ১০ হাজার টনেজের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়াতে হিমশিম লাগত। এখন লক্ষাধিক টনেজের জাহাজ দেশের বন্দরে ভেড়ানোর সক্ষমতা হয়ে যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply