fbpx

লাদাখ সীমন্ত থেকে সেনা সরাচ্ছে ভারত-চীন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবশেষে পূর্ব লাদাখ নিয়ে ভারত চীনের উত্তেজনার অবসান হল। দীর্ঘ আট মাস পর, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে দুই দেশ। বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে এ কথা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, দীর্ঘ আলোচনা প্রক্রিয়ায় ভারত কোনো আপস করেনি। এক ইঞ্চি জমিও ছাড়েনি। রাজনাথ জানান, ‘দুইদেশের সামরিক ও কূটনৈতিক চ্যানেলে গত সেপ্টেম্বর থেকে ধারাবাহিক যোগাযোগ ও ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের মধ্যে ৯ দফা বৈঠকের পর লাদাখ থেকে সেনা সরার এই পট প্রস্তুত হয়েছে।’

এর আগে চীনের পক্ষ থেকেও একই কথা জানানো হয়।

গত বছর জুনে পূর্ব লাদাখের গলওয়ানের একাধিক জায়গায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দেশেরই বেশ কয়েকজন সেনা হতাহত হয়। দুই দেশের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগ ওঠে দুই তরফ থেকেই। সেই থেকে দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা উপস্থিতি বাড়িয়ে দেয়।

Advertisement
Share.

Leave A Reply