fbpx

লিটারে ৮ টাকা বাড়লো ভোজ্যতেলের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবার লিটারে ৮ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম। ৭ ফেব্রুয়ারি (সোমবার) থেকে কার্যকর হবে এ দাম, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হবে ১শ ৬৮ টাকা করে।

এ বিষয়ে তেল আমদানি ও বিপণনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক জানান, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অনেক বেশি। যার কারণে গত ১৮ নভেম্বর আমাদের পক্ষথেকে প্রতি লিটারে ১শ ৭২ টাকা দরে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু এখন অনুমোদন দেওয়া হলো ৮ টাকা বাড়িয়ে ১৬৮ টাকায়।’

তবে দ্রব্যমূল্য দাম প্রতিনিয়ত অকল্পনীয়ভাবে বেড়েই চলেছে যার ফলে সংসার চালাতে হতাশ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষেরা।

এর আগে, ২০২০ সালের শেষে দিকে দেশে বেড়ে যায় ভোজ্যতেলের দাম। ওই বছরের অক্টোবরে পাঁচ লিটারের একটি বোতলের দাম ছিল ৫০৫ থেকে ৫১৫ টাকা, যা এখন ৭৯৫ টাকায় উঠেছে। এ দফার আগে গত অক্টোবরে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বেড়ে ১শ ৬০ টাকা হয়েছিল। নতুন দাম অনুযায়ী, সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম ৩০ টাকা বেড়ে ৭৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা থেকে ১৪৩ টাকা এবং পাম তেল ১১৮ টাকার বদলে ১৩৩ টাকায় বিক্রি করা হবে।

 

Advertisement
Share.

Leave A Reply