fbpx

শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দিন দিন বাংলাদেশে করোনা শনাক্ত ও মৃত্যুহার বেড়েই চলেছে। এরই মাঝে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জন। এদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৬৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply