fbpx

শনিবার থেকে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল শনিবার থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযানে শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

মকবুল হোসাইন বলেন, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম আগামীকাল শুরু হওয়া মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযানে অংশ নেবেন। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে আগামীকাল থেকে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী একযোগে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

এদিকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সচেতনতা বাড়াতে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে ডিএনসিসির মেয়রের নির্দেশে শনিবার থেকে মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করে মশার উৎসস্থল ধ্বংস করা হবে। এডিসের লার্ভা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

Advertisement
Share.

Leave A Reply